আজ ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

চট্টগ্রাম আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী


চাটগাঁর সংবাদ ডেস্কঃ চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতির পূর্ণ দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী।

চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরী মৃত্যুর পর ২০১৭ সালের ডিসেম্বরে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হয়েছিলেন এই বর্ষীয়ান রাজনীতিক। রবিবার (৬ আগস্ট) দলের বিশেষ বর্ধিত সভা থেকে ভারপ্রাপ্ত নেতাদের ভারমুক্ত করে দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিরোজপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কানাই লাল বিশ্বাসের এক আবেদনের পর আওয়ামী লীগ সভাপতি এ ঘোষণা দেন।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ বর্ধিত সভায় ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকদের ভারমুক্ত করে দেন। তিনি দুইবার এ বিষয়টি বলেছেন সভায়। এ হিসেবে চট্টগ্রামের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব ভাইও এখন ভারমুক্ত।’

মাহতাব উদ্দিন চৌধুরীর বাবা মরহুম জহুর আহমদ চৌধুরী বঙ্গবন্ধুর মন্ত্রিপরিষদে দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালের পঁচিশে মার্চ রাতে বঙ্গবন্ধু গ্রেপ্তার হওয়ার পূর্বমুহূর্তে চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরীর কাছে স্বাধীনতার বার্তা পাঠান। যা পরবর্তীতে এমএ হান্নান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে প্রচার করেন।

তথ্যসূত্র: বাংলানিউজ২৪


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর