আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

শিক্ষাবৃত্তি দিচ্ছে চট্টগ্রাম সমিতি-ঢাকা


অনলাইন ডেস্কঃ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজে (মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, কৃষিসহ সাধারণ বিষয়ে) স্নাতক পর্যায়ে এবং সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ১ম বর্ষে (সেশন ২০২২-২০২৩) অধ্যয়নরত শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিচ্ছে চট্টগ্রাম সমিতি-ঢাকা। এ লক্ষ্যে সম্প্রতি বৃহত্তর চট্টগ্রামের মেধাবী অথচ অসচ্ছল শিক্ষার্থীদের আবেদন করার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমিত সংখ্যক ছাত্র/ছাত্রীকে তাদের শিক্ষাজীবনের পূর্ণ মেয়াদ কোর্সের জন্য এই শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। আগ্রহী প্রার্থী যাদের নিজ জেলা চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি এবং যাদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষাতে (ঐচ্ছিক বিষয় ব্যতীত) বিজ্ঞান শাখায় জিপিএ-৪.৭৫, ব্যবসায় শাখায় জিপিএ-২.৫০ ও মানবিক শাখায় জিপিএ-৪ অর্জনের কৃতিত্ব রয়েছে তারা আবেদন করতে পারবেন।

যেভাবে আবেদন করবেন
আবেদন ফরম www.ctgsamitydhaka.org এই ওয়েবসাইটে এই লিঙ্কে পাওয়া যাবে এবং সমিতির কার্যালয় থেকেও সংগ্রহ করা যাবে।

সঠিকভাবে পূরণ করে ফরমে বর্ণিত তথ্যাদিসহ সংশ্লিষ্ট কাগজপত্র আগামী ৩০ নভেম্বর ২০২৩-এর মধ্যে ‘বরাবর, সাধারণ সম্পাদক, চট্টগ্রাম সমিতি-ঢাকা, চট্টগ্রাম ভবন (১০ম তলা), ৩২, তোপখানা রোড, ঢাকা-১০০০’ এই ঠিকানায় পাঠাতে হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর