আজ ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে পূজামণ্ডপ পরিদর্শন করলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শরীফ উদ্দিন


চন্দনাইশ প্রতিনিধি

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপন নির্বিঘ্ন করার লক্ষ্যে চট্টগ্রামের চন্দনাইশে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোঃ শরীফ উদ্দিন। শুক্রবার (১১ অক্টোবর) উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন তিনি।

বিকেল ৪টায় চন্দনাইশ উপজেলার পৌরসভাস্থ গাছবাড়ীয়া সার্বজনীন হরি মন্দির পরিদর্শন ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন প্রাক্তন সভাপতি বাবু অরূপ রতন চক্রবর্তী, উপজেলা আনসার ভিডিপি কমকর্তা মুহাম্মদ জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আলমগীর, চন্দনাইশ প্রেস ক্লাব সভাপতি আবিদুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, উপজেলা পূজা উদযাপন নেতা বিজয় কৃষ্ণ ধর, মিলন কান্তি ধর, স্বপন ধর, ডাঃ বিধান ধর, তপন চক্রবর্তী, এটিও আশিষ ধর, এটিও বিকাশ ধর প্রমুখ।

পরিদর্শনকালে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোঃ শরীফ উদ্দিন সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে পূজা সম্পন্ন করতে পূজা কমিটির নেতাদের দিকনির্দেশনা দেন। পাশাপাশি জেলা প্রশাসক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে নির্দেশনা দেন।## ছবির ক্যাপশনঃ চন্দনাইশে পূজামণ্ডপ পরিদর্শন ও বক্তব্য রাখছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শরীফ উদ্দিন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর