অনলাইন ডেস্কঃ চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন একটি ডাস্টবিন থেকে বস্তাবন্দি অবস্থায় এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে সন্দেহ করছে পুলিশ।
মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর ১টায় সিএমপির উপপুলিশ কমিশনার কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি এস এম ওবায়েদুল হক।
আরও পড়ুন জঙ্গি ও সন্ত্রাস দমনে পুলিশের সাফল্য ঈর্ষণীয়: আইজিপি
সোমবার (১ এপ্রিল) রাত ১০টার দিকে নগরীর কোতোয়ালি থানার স্টেশন রোডে ফলমণ্ডির সামনে ডাস্টবিন থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়।
ওসি এস এম ওবায়েদুল হক বলেন, ‘সোমবার রাতে স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। বস্তার বাইরে বের হয়ে থাকা পা দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন। বস্তা খুলে এক মেয়ে শিশুর লাশ উদ্ধার করা হয়। মেয়েটির বয়স ৫-৭ বছর হবে। তার স্পর্শকাতর অংশে রক্তক্ষরণের চিহ্ন আছে। ধর্ষণের পর হত্যা করা হয়েছে কি না তা খতিয়ে দেখবো।’
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন