আজ ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রলীগ নেতা এবি নোমান


চন্দনাইশ প্রতিনিধিঃ

চন্দনাইশে তীব্র তাপদাহ থেকে স্বস্তি দিতে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছেন গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সিনিয়র সদস্য আবদুল্লাহ আল নোমান (এবি নোমান)। সোমবার (৬ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল কৈয়ম চৌধুরী এর নির্দেশনায় চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া পুরাতন কলেজ গেইট, খাঁনহাট ও গাছবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থী, রিকশাচালক, বাসচালক ও পথচারীদের থেকে শুরু করে শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।

গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সিনিয়র সদস্য আবদুল্লাহ আল নোমান (এবি নোমান) বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ কার্যক্রম চলছে। তীব্র তাপপ্রবাহকে দূর্যোগ হিসেবেই বিবেচনা করে মাঠে কাজ করছি। তিনি বলেন, আগেও যেমন সব সংকটে, সংগ্রামে ছাত্রলীগের সেচ্ছাসেবকরা ঝাঁপিয়ে পড়েছে, এখনও নিজ উদ্যোগে সাধারণ মানুষের পাশে কিছুটা হলেও প্রশান্তি দেওয়ার চেষ্টা করে আসছি। আগামী যে কয়েকদিন তাপপ্রবাহ চলমান থাকবে সেই পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।

তিনি আরও বলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল কৈয়ম চৌধুরী এর নির্দেশনায় আমরা সব সময় প্রস্তুত শিক্ষার্থী ও জনসাধারণের পাশে থাকার জন্য। এ সময় উপস্থিত ছিলেন— সাইমন, মারুফ, আনিছ, পিয়াল, আকিব, অমি, আশিক, মারুফ, সাজ্জাদ, সাকিব, রিমন, মাহিন, রানা, রিয়ান, শাহেদ, আবিদ প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর