আজ ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

সমাবেশের তারিখ যে কারণে পরিবর্তন করেছে ছাত্রলীগ


চাটগাঁর সংবাদ ডেস্কঃ সমাবেশের তারিখ পরিবর্তন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। ৩১ আগস্টের বদলে ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ছাত্রসমাবেশটি।

শনিবার (১৯ আগস্ট) ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, পূর্বঘোষিত ৩১ আগস্ট অনুষ্ঠেয় স্মরণকালের সর্ববৃহৎ ছাত্রসমাবেশ চলমান এইচএসসি পরীক্ষার্থীদের সুবিধার্থে, সাপ্তাহিক ছুটির দিনে না হওয়ায় জনদুর্ভোগ এড়াতে এবং সার্বিক শৃঙ্খলার স্বার্থে ১ সেপ্টেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই দিন বিকাল ৩টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হবে সমাবেশটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তথ্যসূত্র: বাংলাট্রিবিউন


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর