আজ ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের টাকা আওয়ামী লীগ কর্মীর চিকিৎসায় দিলো ছাত্রলীগ


প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন না করে সেই টাকা সড়ক দুঘটনায় আহত নগরীর ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রবীণ কর্মী জানে আলমকে (৮০) দিয়েছে পাঁচলাইশ থানা ছাত্রলীগ। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়াডের্র ৬২ নম্বর বেডে চিকিৎসা নিচ্ছেন জানে আলম। ছাত্রলীগের এই মহৎ কাজে দু’হাত তুলে ছাত্রলীগ ও  প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করেছেন জানে আলম।

পাঁচলাইশ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন রবিন জানান, ‘ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রঙিন বেলুন উড়িয়ে কেক কেটে সহযোদ্ধা ও কর্মীদের সঙ্গে আনন্দ করার ইচ্ছে আমারও ছিলো। আমরা সবাই মিলে এভাবে প্রস্তুতি নিয়ে এগোচ্ছিলাম। এর মাঝেই শুনতে পাই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসাপাতালে চিকিৎসা নিচ্ছেন প্রবীণ আওয়ামী লীগ কর্মী জানে আলম। যিনি গত ৪ ডিসম্বের নগরের পলোগ্রাউণ্ড ময়দানে প্রধানমন্ত্রীর জনসভায় নেত্রীকে দেখে ফেরার পথে গুরুতর সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। তাই আনন্দ উদযাপনের সব টাকা ওনাকে দিয়ে এসেছি। যাতে ওনার চিকিৎসা ব্যয়ে সহযোগিতা হয়।’

বিষয়টিকে ইতিবাচক ও ছাত্রলীগের নিয়মিত ভালো কাজের অংশ মন্তব্য করে নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু বলেন, ‘ছাত্রলীগের প্রতিষ্ঠা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে। মানব কল্যাণে, জাতির দুর্যোগে শক্তহাতে আপোষহীন ভাবনায় এগিয়ে যাওয়ার নামই ছাত্রলীগ। রবিনের এমন কর্মকাণ্ড তারই ইঙ্গিত দেয়।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর