মুহাম্মদ আরফাত হোসেন
চট্টগ্রামের পটিয়ায় জমকালো আয়োজনে অনিন্দ্য প্রয়াসের উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও চড়ুইভাতি অনুষ্ঠান ২০২৪ পটিয়ার বিটা সংস্কৃতি ও উন্নয়ন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে । ২৯ জানুয়ারি (শুক্রবার) সকালে সঞ্জয় চৌধুরীর সভাপতিত্বে রিনিক মুনের সঞ্চালনায় চড়ুইভাতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কো স্পনসর ডেলিভারি এক্সপার্ট বিডির কর্নধার কাজী রায়হানুল ইসলাম (আরমান), এইচটি বাংলা অনলাইন নিউজ পোর্টাল ও আইপি টিভির সম্পাদক মো. ইসমাইল হোসেন, অদিতি সাহা, মিলন সাহা, রিমু দেবী, তনুশ্রী দিপা, সুলতানা রাজিয়া, শহিদুল ইসলাম সাগর, জাহেদুল আলম, ঝুমলি চৌধুরী, প্রিন্স বিজয়, আকলিয়া রুমি, মিরাজুল হক, বর্ণা তালুকদার, জিসানা কবির, জান্নাতুল নাঈম প্রমুখ। এসময় অনিন্দ্য প্রয়াসের এডমিন সঞ্জয় চৌধুরী বলেন, প্রতি বছরের ন্যায় এবারও অনিন্দ্য প্রয়াসের উদ্যোগে চড়ুইভাতি অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগী নয় সহযোগী হিসেবে আমরা সবাই মিলেমিশে কাজ করব এটাই অনিন্দ্য প্রয়াসের মূল লক্ষ্য । সকলের সহযোগিতায় আজকের এই চড়ুইভাতি অনুষ্ঠানটি সফল হয়েছে। ভবিষ্যতেও সকলের সহযোগিতা কামনা করেন এবং সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ডেলিভারি এক্সপার্ট বিডির কর্নধার কো স্পনসর কাজী রায়হানুল ইসলাম আরমান বলেন, অনিন্দ্য প্রয়াসের উদ্যোগে চড়ুইভাতির প্রত্যেক প্রোগ্রামে আমি সাথে ছিলাম আগামীতে অনিন্দ্য প্রয়াসের সাথে থাকতে চাই। এই চড়ুইভাতিতে বাচ্চাদের বল নিক্ষেপ, মহিলাদের হাড়িভাঙ্গা, পুরুষদের সুই সুতা সেলাই সহ বিভিন্ন মজার মজার খেলার আয়োজন করেছে অনিন্দ্য প্রয়াস।
ভার্চুয়াল জগতে নিজের কিছু উদ্যোগ নিয়ে কাজ করতে ইচ্ছুক এমন উদ্যোক্তাদের নিয়ে অনিন্দ্য প্রয়াসের যাত্রা । অনিন্দ্য প্রয়াস বর্তমানে ২০০ উদ্যোক্তা যুক্ত আছেন। উদ্যোক্তারা অনিন্দ্য প্রয়াস পরিবারের সাথে কাজ করে সফলতা অর্জন করে যাচ্ছেন বলেও জানান। অনিন্দ্য প্রয়াসের চড়ুইভাতি অনুষ্ঠানে এইবার মিডিয়া পার্টনার ছিলো এইচটি বাংলা। পরে সাংস্কৃতিক ও রাইফেল ড্র এর মাধ্যমে চড়ুইভাতি অনুষ্ঠান শেষ হয়।
Leave a Reply