অনলাইন ডেস্কঃ চট্টগ্রামের নবপ্রজন্মকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানাতে বিজয়ের মাস ডিসেম্বর জুড়ে কর্মসূচি চলছে চট্টল ইয়ূথ কয়ারের। নগরীর বিদ্যালয়গুলোতে বঙ্গবন্ধু ভিত্তিক সাংস্কৃতিক উৎসবের আয়োজন করে এ কর্মসূচি অব্যাহত রেখেছে সংগঠনটি। কেবল চট্টগ্রাম নয় এ ধরণের কার্যক্রম সারাদেশের প্রতিটি স্কুলে আয়োজন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা কামনা করছে সংস্থাটি। শুক্রবার (২২ ডিসেম্বর) সংস্থাটির মাসব্যাপী কর্মসূচির ২২তম দিবসের আলোচনায় সংগঠনটির পক্ষে এ কথা জানানো হয়। এদিন নগরীর ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কমসূচি পালন করা হয়।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) কাউন্সিলর শৈবাল দাশ সুমন বলেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক উৎসব বঙ্গবন্ধুকে জানতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠন করতে হলে সাংস্কৃতিক কর্মকাণ্ড বেগবান করতে হবে। নবপ্রজন্মকে নিজেদের সংস্কৃতি সম্পর্কে সচেতন করা হলে দেশপ্রেমিক ও উদার নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। বঙ্গবন্ধু সাংস্কৃতিক উৎসবের মাধ্যমে বঙ্গবন্ধুকে জানতে পারবে নবপ্রজন্ম। নবপ্রজন্ম যত বেশি বঙ্গবন্ধু চর্চা করবে, তত বেশি তারা দেশদরদি হয়ে উঠবে।
আরও পড়ুন বিজয়ের মাস ডিসেম্বরে বঙ্গবন্ধুকে নিয়ে সাংস্কৃতিক উৎসব চট্টল ইয়ুথ কয়ারের
এসময় সংগঠনটির চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, ‘নবপ্রজন্মকে গড়ে তোলার জন্য সাংস্কৃতিক কর্মসূচির বিকল্প নেই।’ প্রত্যেক স্কুলে স্কুলভিত্তিক বঙ্গবন্ধু বিষয়ক কর্মসূচির উদ্যোগ নেয়ার জন্য তিনি সকলের কাছে আহ্বান জানান।
লায়ন মোহাম্মদ আসলাম বলেন, ‘চট্টল ইয়ুথ কয়ারের উদ্যোগে চট্টগ্রাম তথা বাংলাদেশের প্রতিটি স্কুলে স্কুলভিত্তিক বঙ্গবন্ধু বিষয়ক কর্মসূচি বাস্তবায়নকল্পে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করছি।’
লায়ন সুজিত দাশ অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অ্যাডভোকেট সরযু ভট্টাচার্য্য। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চসিক ওয়ার্ড কাউন্সিলর লায়ন হাসান মুরাদ বিপ্লব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ। আলোকিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট বাসন্তী প্রভাব পালিত, মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, রোটারিয়ান প্রদীপ কুমার দাশ, লায়ন শেখর দত্ত, অরুণ চন্দ্র বণিক প্রমুখ। চট্টল ইয়ুথ কয়ারের পক্ষে বক্তব্য রাখেন কয়ারবন্ধু সুজিত চৌধুরী মিন্টু, প্রণবরাজ বড়ুয়া, নিহার রঞ্জন ভট্টাচার্য্য, মধু চৌধুরী, সাংবাদিক রোজি চৌধুরী, সমীরণ পাল, প্রত্যাশা বড়ুয়া।