চাটগাঁর সংবাদ ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকীতে দুস্থ জনগোষ্ঠীর মাঝে দুই দিনব্যাপী ভালো খাবার বিতরণ করছে চট্টল ইয়ূথ কয়ার। মঙ্গলবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসের দিন থেকে শুরু হওয়া এ কর্ম সূচি আজ বুধবার (১৬ আগস্ট) শেষ হয়।
মঙ্গলবার জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সকাল ১১টায় কুয়াইশ অক্সিজেন রোডের মাথায় বঙ্গবন্ধু এভিনিউতে বঙ্গবন্ধু ম্যুরাল এর সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন সুজিত দাশ অপু বলেন, ‘বঙ্গবন্ধুর জীবনদর্শন পর্যালোচনা করলে দেখা যায়, তিনি সারা জীবন মানুষের কল্যাণের কথা চিন্তা করেছেন। তার আত্মত্যাগ, জীবনদর্শন এবং মানবকল্যাণের বিষয়গুলো নবপ্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে স্কুলভিত্তিক কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
লোকমান হাকিমের সভাপতিত্বে এবং অরুণ চন্দ্র বণিকের সঞ্চালনায় অনুষ্ঠানে
স্বাগত বক্তব্য রাখেন নারী নেত্রী এড. সরযু ভট্টাচার্য। অন্যান্যদের মধ্যে
বক্তব্য রাখেন কয়ার বন্ধু সুজিত চৌধুরী মিন্টু, সাংস্কৃতিক সংগঠক
প্রণব রাজ বড়ুয়া, নিহার রঞ্জন ভট্টাচার্য্য, ছবির আহমদ, বিশাল ঘোষ প্রমূখ।