অনলাইন ডেস্কঃ সড়ক-ফটপাতে অবৈধ স্থাপনা ও পার্কিং উচ্ছেদে অভিযান অব্যাহত রেখেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৯ এপ্রিল) নগরীর স্টেশন রোড, নিউ মার্কেট, জুবলী রোড এবং তিন পুলের মাথা এলাকায় এ ধরনের একটি অভিযানে নেতৃত্ব দেন চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী
ম্যাজিস্ট্রেট শাহরীন ফেরদৌসী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট মনিষা মহাজন।
আরও পড়ুন চসিকের উদ্যোগে শ্রমজীবী-পথচারীদের সুপেয় পানি ও শরবত বিতরণ
এসময় নালা ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদে আইন প্রয়োগ করেন তারা। অভিযানে হোটেল গোল্ডেন ইন ও এশিয়ান এস আর প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
অভিযান চলাকালীন সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটদের সহায়তা প্রদান করেন।