অনলাইন ডেস্কঃ অবৈধ দখল উচ্ছেদে অভিযান অব্যাহত রেখেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৯ অক্টোবর) নগরীর সিরাজউদ্দোল্লা রোডে অভিযান পরিচালনা করেছেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্রীন ফেরদৌসী।
এসময় কাঁচা বাজার উচ্ছেদসহ ১১ ব্যক্তির বিরুদ্দে মামলা দায়ের করে ৪৭ হাজার ৫শ’ টাকা অর্থদণ্ড আদায় করেন তিনি। নগরীর কোতোয়ালী ও চকবাজার থানাধীন সিরাজ-উদ-দৌল্লা রোড, আন্দরকিল্লা, রহমতগঞ্জ ও চন্দনপুরা এলাকায় পরিচালিত এই অভিযানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দর্শনার্থীদের নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে প্রায় শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়।
এসময় রাস্তায় দোকানের অংশ বর্ধিত করায়, ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল ও নির্মাণ সামগ্রী রাস্তায় রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে আইনানুগ ব্যবস্থা নেন ম্যাজিস্ট্রেট।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, কোতোয়ালী ও চকবাজার থানা পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।
Leave a Reply