অনলাইন ডেস্কঃ মেমন মাতৃসনদ হাসপাতালের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) টেশনিশিয়ান ও স্বাস্থ্য সহকারীদের অবসরত্তোর সংবর্ধণা দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
বুধবার (৩০ আগস্ট) চসিকের পাঠানো সংবাদ বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে।চসিক’র জেনারেল হাসপাতাল মিলনায়তনে স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানার সভাপতিত্বে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন চসিক’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মেডিকেল অফিসার ইনচার্জ ডা. মো. রাশেদুল ইসলাম, ডা. ইফফাত জাহান রাখী, জোনাল মেডিকেল অফিসার ডা. মো. রফিকুল ইসলাম, ডা. তপন কুমার চক্রবর্ত্তী, ডা. মো. হাসান মুরাদ চেীধুরী, ডা. সুমন তালুকদার, ডা. আকিল মাহমুদ নাফে। ভ্যাকসিনেশান ইনচার্জ মো. আবু ছালেহ ও ইপিআই টেকনিশিয়ান মিথুন দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডা. জুয়েল মহাজন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিল্যান্স এন্ড ইম্যুনাইজেশন মেডিকেল অফিসার ডা. মো. সরওয়ার আলম।
প্রধান অতিথির বক্তব্যে ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত ইপিআই কর্মসূচী সারা বিশ্বে প্রশংসা অর্জন করেছে। এটা সম্ভব হয়েছে আপনাদের উপর অর্পিত দায়িত্ব আন্তরিকতার সহিত পালন করার কারনে।
এসময় তিনি অবসর গ্রহণকারী কর্মচারিদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পরে সর্ম্বধিত ইপিআই টেকনিশিয়ান ও স্বাস্থ্য সহকারীদের ক্রেস্ট এবং উপহার সামগ্রী তুলে দেয়া হয়।