অনলাইন ডেস্কঃ ওয়ার্ল্ড সিটিস সামিট ২০২৪ এ যোগ দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী।
২০০৮ সাল থেকে টেকসেই উন্নয়নের লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশের সরকারি, বাণিজ্যিক নেতৃবৃন্দদের নিয়ে এ সামিট যাত্রা শুরু করে। আজ রবিবার (২ জুন) থেকে শুরু হওয়া এ সামিটের ৯ম সম্মেলনে ২৫০টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সিঙ্গাপুরে তিন দিন ব্যাপী এ সামিট চলবে ৪ জুন পর্যন্ত।
আরও পড়ুন দায়িত্ব গ্রহণকালে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন চসিক ভারপ্রাপ্ত মেয়র আফরোজা
এবারের সম্মেলনে মেয়রদের মধ্যে লি কুয়ান ইউ ওয়ার্ল্ড প্রাইজ অ্যাওয়ার্ড অনুষ্ঠান ছাড়া একটি প্রদর্শনীও থাকছে। এবার সামিটের প্রতিপাদ্য ‘শহরগুলি টেকসই এবং বাসযোগ্য করুন: পুনরুজ্জীবিত করুন, পুনর্নবীকরণ করুন, পুনরায় সাজান।
এতে অংশগ্রহণকারী মেয়রেরা পাঁচটি বিষয়ে আরোকপাত করবেন। তন্মধ্যে স্মার্ট শহরের একটি কনসেপ্টও রয়েছে।
Leave a Reply