অনলাইন ডেস্কঃ দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডস্থ সিডিএ আবাসিক এলাকার ৪নং সড়কে মহেশখালের ওপর নির্মিত সেতুটি উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সেতুটি উদ্বোধন করেন মেয়র।
সেতুটি উদ্বোধনকালে মেয়র বলেন, ‘শহরের প্রান্তিক অঞ্চলে থাকায় ভৌগোলিক কারণে যে কয়েককটি ওয়ার্ড পিছিয়ে আছে তার একটি দক্ষিণ আগ্রাবাদ। একারণে মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রান্তিক অঞ্চলের মানুষের ভাগ্যবদলে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করি। এলাকায় ব্রীজ, সড়ক ও নালা নির্মাণের মাধ্যমে এ এলাকার জলাবদ্ধতা নিরসনে কাজ করছি।’
আরও পড়ুন গণমুখীনীতি গ্রহণে বাংলাদেশের প্রতি পরামর্শ সিঙ্গাপুর রাষ্ট্রদূতের
এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আফরোজা কালাম, কাউন্সিলর মো. শেখ জাফরুল হায়দার চৌধুরী সবুজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফরহাদুল আলম, নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন, আনোয়ার জাহান, সহকারী প্রকৌশলী কামরুল হাসান, ঠিকাদার সঞ্জয় ভৌমিক কংকন, সুভাষ মজুমদার সহ এলাকাবাসী।
উল্লেখ্য, ৭ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মান করেছে চসিক।
Leave a Reply