অনলাইন ডেস্কঃ অবৈধ দখলদারদের বিরুদ্ধে কড়া অবস্থান ঘোষণা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। বুধবার (১৮ অক্টোবর) সকালে চসিক আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট মো. রেজাউল করিম এর নেতৃত্বে মুনসুরাবাদ হযরত মুনসুর আলী শাহ মাজার সংলগ্ন সিটি কর্পোরেশনে জায়গা অবৈধ দখল মুক্ত করা হয় এবং সাগরিকা স্টেডিয়াম মোড়, কাস্টম একাডেমি ও সাগরিকা রাস্তার মোড় পর্যন্ত ফুটপাতের উপর শতাধিক অবৈধ স্থাপনা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের অনুমোদন হীন স্ল্যাপ ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।
ব্যবসায়ীদের আগামী তিন দিনের মধ্যে সিটি কর্পোরেশনের অনুমোদন নিয়ে স্ল্যাব স্থাপনের নির্দেশনা দেয়া হয়। অভিযানে চসিক এস্টেট শাখা, পরিচ্ছন্ন শাখার কর্মকর্তা-কর্মচারী ও সিএমপি প্রশাসন ম্যাজিষ্টেট কে অভিযান পরিচালনায় সহায়তা করেন।
Leave a Reply