অনলাইন ডেস্কঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর (১৭নম্বর ওয়ার্ড, পশ্চিম বাকলিয়া) মোহাম্মদ শহিদুল আলম বলেছেন, ‘আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে সহিংসতা বাদ দিয়ে শান্তিপূর্ণ সবার অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন চাই।’ বুধবার (২৯ নভেম্বর) নগরীর বায়েজিদে কারিতাস হল রুমে বাংলাদেশ সোসাইটি আয়োজিত ‘টাউন হল মিটিং চট্টগ্রাম’ এর সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
শহিদুল আলম বলেন, ‘আগামী নির্বাচন সকলের অংশগ্রহণে সহিংসতা না করে শান্তিপূর্ণভাবে অনুষি।ঠত হবে।’
সভায় নির্বাচনে শান্তিপূর্ণ অবস্থান, দ্বাদশ নির্বাচন কীভাবে শান্তিপূর্ণ করা যায়?,
সমসাময়িক ইস্যু, নাগরিকের অধিকার, অংশগ্রহণমূলক নির্বাচন, সহিংসতা না করে শান্তিপূর্ণ সবার অংশগ্রহণসহ বিভিন্ন সমসাময়িক বিষয়ে আলোচনা হয়।
বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাহী সাইফুল ইসলাম চৌধুরীর (কলিম) সভাপতিত্বে ও সঞ্চারনায় এতে বিশেষ অতিথি ছিলেন চসিক কাউন্সিলর নাজমুল হক, সাবেক কাউন্সিলর আবিদা আজাদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা নাসিরুল হক, জাতীয়তাবাদ মহিলা দলের (চট্টগ্রাম) ভাইস প্রেসিডেন্ট সায়মা হক, এস এম
নাজির হোসাইন, কোয়ালিশন ফর রেসপনসিবল কমিউনিটি ডেভলপমেন্ট (সিআরসিডি) এর নির্বাহী কর্মকর্তা ইকবাল বাহার সাবেরি, জেসমিন সুলতানা
পারু প্রমুখ। এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন পেশাজীবি (ইমাম, শিক্ষক, ব্যবসায়ী, ছাত্র, শিল্পী, সাংবাদিকসহ বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অন্যান্য রাজনৈতিক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
Leave a Reply