আজ ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: বিশ্ব মশা দিবসে চসিক’র অভিযান

বিশ্ব মশা দিবসে র‍্যালি ও প্রচার অভিযান চালালো চসিক


নিজস্ব প্রতিবেদকঃ বিশ্ব মশা দিবস উপলক্ষ্যে ডেঙ্গু মশা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে র‌্যালি ও প্রচার অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

ছবি: বিশ্ব মশা দিবসে চসিক’র র‌্যালী

দিবসটি উপলক্ষে রবিবার (২০ আগস্ট) নগরীর চাঁদগাও বি ব্লক মসজিদের সামনে থেকে শুরু হওয়া একটি র‌্যালি এলাকা প্রদক্ষিণ করে। এরপর নগরীর ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড কার্যালয় থেকে আরেকটি র‌্যালি বের হয়।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তায় এই র‌্যালি ও প্রচার অভিযানের উদ্দেশ্য ছিল মশা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি। র‌্যালির পর সংক্ষিপ্ত সমাবেশে চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, আমি মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে একটি গবেষণাদল গঠন করি। উনাদের বিজ্ঞানভিত্তিক পরামর্শের আলোকে বর্তমানে সর্বাধুনিক মশার ঔষুধ ছেটানো হচ্ছে। তবে, সরকারি উদ্যোগের পাশাপাশি মশা নিয়ন্ত্রণে চাই জনসচেতনতা। কেবল ঔষধ ছিটিয়ে মশা নিয়ন্ত্রণ সম্ভবনা যদিনা আমরা নিজেদের বাড়ি ও নির্মাণাধীন ভবনে জমে থাকা পানি অপসারণ না করি। বিশেষ করে সম্প্রতি ব্যাপক বৃষ্টিতে অনেকের ভবনের আন্ডারগ্রাউন্ড ও ছাদের বিভিন্ন অংশে পানি জমেছে। নাগররিকদের প্রতি আহবান যাতে তারা এই জমে থাকা পানি অপসারণের মাধ্যমে মশার প্রজননের সুযোগ কমান।

ছবি: জনসচেনতা বাড়াতে লিফলেট বিতরণ

সমাবেশের পর মেয়র এলাকাবাসীর হাতে জনসচেনতামূলক লিফলেট তুলে দেন, তদারকি করেন মশা নিধন কার্যক্রম। সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারী আবদুল জব্বারের সঞ্চালনায় র‌্যালিতে অংশ নেন কাউন্সিলর এম আশরাফুল আলম, এসরারুল হক এসরাল, চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান মোঃ আলমগীর পারভেজ, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর