সৈয়দ শিবলী ছাদেক কফিল:
সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব চন্দনাইশের উপজেলার বিপ্লবতীর্থ বরমায় ৭ জুলাই রবিবার আনন্দোৎসবের মধ্যদিয়ে সম্পন্ন হয়। বিশ্ব শান্তি ও মঙ্গল কামানায় বর্ণাঢ্য শোভাযাত্রা ঐতিহ্যবাহী বরমা শ্রীশ্রী হরি মন্দির থেকে শুরু হয়ে বরমা ধামাইরহাট, বাতাজুরি, মাইগাতা, ধামাইরমুখ, ধামাইরকুল, রাউলিবাগ, সেবন্দি ইত্যাদি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পরে রথ সেনবাড়িতে রাখা হয়। ১৫ জুলাই একই রথ একই পথ হয়ে ফিরবে বরমেশ্বরী মন্দির খ্যাত বরমা শ্রী শ্রী হরি মন্দিরে, আর এই ‘উল্টো রথযাত্রা’র মাধ্যমেই ঐতিহ্যবাহী বরমার দুইশততম রথযাত্রা উৎসবের সমাপ্তি ঘটবে।
এ উপলক্ষ্যে পালিত কর্মসূচির মধ্যে ছিল জগন্নাথ-বলরাম-সুভদ্রা পূজা, ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, গীত পাঠ, মহাপ্রসাদ বিতরণ, গ্রাম পরিদর্শন ও রথযাত্রা ইত্যাদি।
রথযাত্রা উদ্বোধন করেন প্রবীন পণ্ডিত শ্রী গৌরাঙ্গ চক্রবর্ত্তী। রথযাত্রা উদযাপন পরিষদের সভাপতি মাস্টার রূপম পাল বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিধান দত্তে সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দনাইশ থানার ওসি (তদন্ত) যযৎসু যশ চাকমা, বরমা ত্রাহি-মেনকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি এডভোকেট কবিশেখর নাথ পিন্টু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি বলরাম চক্রবর্তী, শিক্ষক-লেখক ও ভাগবতীয় বক্তা কমলেশ ধর কানু, ব্যবসায়ী ভূপাল বিশ্বাস, ব্যাংকার প্রদীপ হোড় কেশব, তপন চক্রবর্ত্তী, চন্দন চক্রবর্তী চান্দু, রথযাত্রা উদযাপন পরিষদের সভাপতি মাস্টার রূপম পাল বাবু, সেক্রেটারি বিধান দত্ত, কোষাধ্যক্ষ সঞ্জয় সেন, কৃষ্ণ চক্রবর্তী, ইউপি সদস্য শাখাওয়াত হোসেন টিপু, ইউপি সদস্য জয়দেব গাঙ্গুলী নরেশ, জয়দেব তালুকদার, পারিজাত রায় চৌধুরী, আওয়ামী লীগ নেতা রাজীব দাশ, প্রবাল চক্রবর্তী, বিপ্লব দেব, অসীম দেব, পলাশ পাল, সুমন দত্ত, প্রিয়তোষ চক্রবর্তী, সুশান্ত চক্রবর্ত্তী শুভ, বিকাশ তালুকদার, সুমন তালুকদার, জুয়েল দেব, মিন্টু দেব, সরোজ সেনগুপ্ত, রিপন দাশগুপ্ত, সুজন দাশ, মিটু বসু, রামপ্রসাদ সুশীল, অপু সেন, অপু দেব, টিটন দাশ, রিগ্যান পাল, অসীম দে, লিটন দে, নোবেল চক্রবর্তী, মিটন শীল, সুমন পাল, লিটল পাল, সুমন প্রসাদ, লিটন দে, রানা প্রসাদ, রাজীব দাশ, লিটন দে, সুমন দেবনাথ, তপু বিশ্বাস প্রমুখ।