নিজস্ব প্রতিবেদক
চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি ও দোহাজারী প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক কালবেলা চন্দনাইশ প্রতিনিধি এম এ রাজ্জাক রাজ রবিবার (১৫ অক্টোবর ) রাত দেড়টার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তার মৃত্যুতে চন্দনাইশ ১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম চৌধুরী এমপি, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জব্বার চৌধুরী, দক্ষিন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মফিজুর রহমান, দক্ষিন জেলা আওয়ামীলীগ কার্যকরী কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল কৈয়ুম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু, চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনু, দোহাজারী পৌর মেয়র মোহাম্মদ লোকমান হাকিম, সাতকানিয়া প্রেস ক্লাব সভাপতি মাহহফুজন্নবী খোকন সাধারণ সম্পাদক জাহেদ হোসাইন, চন্দনাইশ প্রেস ক্লাব সভাপতি এড. দেলোয়ার হোসেন, আবিদুর রহমান বাবুল, চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের সিনিয়র সহ সভাপতি খালেদ রায়হান, সাধারণ সম্পাদক কমরুদ্দিন, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রুবেল, আনোয়ারা সাংবাদিক সমিতির সভাপতি রুপন দত্ত, সাধারণ সম্পাদক এনামুল হক নাবিদসহ স্থানীয় কর্মরত সকল সাংবাদিক ও সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে।
প্রবীণ সাংবাদিক এম এ রাজ্জাক রাজ দৈনিক জমনা পত্রিকা দিয়ে সাংবাদিকতা জীবনের পথচলা শুরু করে পরে দৈনিক প্রথম আলো, দৈনিক পূর্বকোণ, দৈনিক পূর্বদেশ, দৈনিক দেশ পত্রিকার চন্দনাইশ উপজেলার প্রতিনিধি হিসেবে কাজ করে।