নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের চন্দনাইশে গাউসিয়া কমিটি বাংলাদেশ, বরমা ইউনিয়ন শাখার ব্যাবস্থাপনায় কুতুবুল আউলিয়া খাজা আব্দুর রহমান চৌহরভী (রহঃ), সৈয়দ আহমদ শাহ সিরিকোটি (রহঃ), আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ (রঃ)-এর পবিত্র সালানা ওরস মোবারক ও পবিত্র শোহদায়ে কারবালা মাহফিল উপলক্ষে সারাদিন ব্যাপী কর্মসূচিতে ফ্রী সুন্নতে খৎনা ক্যাম্প, ব্লাড গ্রুপ নির্ণয়, বৃক্ষ রোপণ ও বিতরণ, আলোচনা সভা, গুনীজন সংবর্ধনা ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।
গাউসিয়া কমিটি বাংলাদেশ, বরমা ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মদ ফোরকান সওদাগর-এর সভাপতিত্বে ৫ আগস্ট ২৩ তারিখ (শনিবার) সকাল ৮টা থেকে মৌলভীবাজার মোস্তফা কনভেনশন হলে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ সমিতি, চট্টগ্রাম -এর ট্রাস্টি চেয়ারম্যান আব্দুল কৈয়ুম চৌধুরী।
সাধারন সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ ফেরদৌস আলম-এর সঞ্চালনায় উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ, চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মাষ্টার মুহাম্মদ হাবিব উল্লাহ।
প্রধান মেহমান ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ।
প্রধান আলোচক ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক বিশিষ্ট লেখক, গবেষক আল্লামা ড. সৈয়দ মুহাম্মদ জালাল উদ্দীন আল আজহারী।
বিশেষ বক্তা ছিলেন গাউসিয়া কমিটি চন্দনাইশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ মোজাম্মেল হক তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাওলানা অধ্যক্ষ শাহ খলিলুর রহমান নিজামী, গাউসিয়া কমিটি চন্দনাইশ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ শরফুদ্দীন চৌধুরী কাজল। পশ্চিম চর বরমা গাউছিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ সাইফুদ্দীন আল ক্বাদেরী,
স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান প্রস্তুতি কমিটির আহ্বায়ক জাবেদ মুহাম্মদ গউস মিল্টন এবং সচিব মাওলানা মুহাম্মদ ওসমান গনী।
এতে আরো উপস্থিত ছিলেন মুহাম্মদ আব্দুল মতিন, মাওলানা মুহাম্মদ আব্দুল মন্নান চৌধুরী, মিজানুর রহমান হাসান, মাওলানা সাহাব উদ্দিন, মুহাম্মদ শফিকুল ইসলাম, এম এ সাঈদ আসিফ, মাস্টার জসিম উদ্দিন, মুহাম্মদ শহিদুর রহমান টিটু , মুহাম্মদ মাহবুবুল করিম সোহেল, মুহাম্মদ জাহেদ হোসেন খাঁন, মুহাম্মদ রবিউল হোসেন, ওয়াহিদুল আলম,মুহাম্মদ মনির হোসেন, আজগর হোসেন সহ গাউসিয়া কমিটি বাংলাদেশ -এর ইউনিয়ন এবং আওতাধীন ওয়ার্ড ইউনিট শাখার নেতৃবৃন্দ।