আজ ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে বয়েরা খাল অবমুক্ত করণের দাবিতে মানববন্ধন


মুহাম্মদ আরফাত হোসেন- বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার খাঁনহাট সংলগ্ন বয়েরা খাল অবমুক্ত করণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় সামাজিক সংগঠন ছৈয়দাবাদ সবুজ সংঘ। ৭ জুলাই বিকেলে গাছবাড়ীয়া খাঁনহাট এলাকায় বয়েরা খালের উপর অবৈধ দখল, স্থাপনা, ময়লা আবর্জনা নিক্ষেপসহ দীর্ঘদিন সংস্কারের অভাবে চন্দনাইশের বাণিজ্যিক কেন্দ্র খানঁহাট বাজার পার্শ্ববর্তী এলাকার বাড়িঘর বর্ষা মৌসুমে পানিতে ডুবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। জলাবদ্ধতা নিরসনে খাল পুন:খননের দাবিসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খাল অবমুক্ত করণের দাবিতে মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু সাঈদ চৌধুরী। আলোচনায় অংশনেন চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি মো. দেলোয়ার হোসেন, আ.লীগ নেতা হেলাল উদ্দীন চৌধুরী, শিক্ষক আবদুল আজিজ, সাংবাদিক কমরুদ্দিন,সাধারণ সম্পাদক আহমুদুর রহমান, রেজাউল করিম, এড. যথাক্রমে মো. রিদুয়ান, মো. সোহেল,  শিক্ষক মনিরুল ইসলাম চৌধুরী, আবদুর রহমান, মো. মনজুর মোরশেদ, মো. রাকিব, মো. রাসেল , মো. রিফাত, নজরুল ইসলাম প্রমুখ। সভায় বক্তাগণ বলেন, বয়েরা খালটি চলতি বর্ষা শুরুতে অবমুক্ত করা না হলে উত্তর হাশিমপুর ছৈয়দাবাদ এলাকা বর্ষা মৌসুমে প্লাবিত হয়ে পড়বে। এ জন্য তারা উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়রসহ সংশ্লিষ্ট সকলের সু-দৃষ্টি কামনা করেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর