আজ ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে ভাইস চেয়ারম্যান প্রার্থী মাও. সোলাইমান ফারুকীর গণসংযোগ


মুহাম্মদ আরফাত হোসেন

চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচনে আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ সমর্থিত বৈদ্যুতিক বাল্ব প্রতিকে ভাইস চেয়ারম্যান প্রার্থী মাও. সোলাইমান ফারুকীর গণসংযোগ হাশিমপুর বাগিচা হাট কদম রাসূল (দ:) থেকে জিয়ারতের মাধ্যমে শুরু করে সাতবাড়িয়া ভগবান হাট, হাজির পাড়া, ধনার পাড়া, নাজির হাট, আরিফ শাহ পাড়া, হাফেজ নগর দরবার শরীফ এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। ১৬ মে (বৃহস্পতিবার ) সকালে তার গণসংযোগে আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ চন্দনাইশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক পীরজাদা মুফতি মাও. আশেকুর রহমান হাফেজনগরী, সাতবাড়িয়া বেপারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. জহির উদ্দিন হিরু, আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ চন্দনাইশ উপজেলা শাখার সহ- প্রচার সম্পাদক মঈনুদ্দিন সুন্নী, গাউসিয়া কমিটি বাংলাদেশ হাশিমপুর ইউনিয়ন উত্তর শাখার সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রসেনার আইটি বিষয়ক সম্পাদক মো. রাজিব রিফাত, চন্দনাইশ পৌরসভা ছাত্রসেনার সভাপতি মো. মিজানুর রহমান, মো. শহিদুল ইসলাম, মো. আরিফ, এমদাদুল হক রিয়াজ, মো. রানা আহমেদসহ স্থানীয় অসংখ্য জনতা তার সাথে স্বতঃস্ফূর্তভাবে গণসংযোগে অংশগ্রহণ করেন।

ঘরবাড়ি থেকে বেরিয়ে এসে অসংখ্য নারী-পুরুষরা বলেন, জনগণের দুঃখ-দুর্দশার কথা শোনেন এই জনপ্রিয় মানবিক নেতা মাও. সোলাইমান ফারুকী। তাই তাকে আগামী ২৯ মে বৈদ্যুতিক বাল্ব মার্কায় বিপুল ভোটে নির্বাচিত করবে বলে প্রতিশ্রুতি দেন সর্বস্তরের জনসাধারণ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর