সৈয়দ শিবলী ছাদেক কফিল:
সনাতন সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার মহানবমীতে চন্দনাইশের বিভিন্ন মণ্ডপ পরিদর্শন ও পূণ্যার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির সদস্য ও চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো আবদুল জব্বার চৌধুরী। তিনি ২২ অক্টোবর রোববার তিনি চন্দনাইশের গাছবাড়ীয়া সার্বজনীন হরি মন্দির, বাইনজুরী, সার্বজনীন দূর্গাবাড়ি, কুলালডেঙ্গা ডা. ফনিন্দ্র বৈদ্যবাড়ি দূর্গা মন্দির, সুচিয়া শীতলা বাড়ি, মিলন মন্দিরসহ প্রায় ২০টি পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
২২ অক্টোবর রোববার পূজা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট কামেলা খানম রূপা, চট্টগ্রাম দক্ষিণ জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি শ্রী অরূপ রতন চক্রবর্তী, বরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম টিটু, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. হেলাল উদ্দিন চৌধুরী, শ্রম সম্পাদক নাসির উদ্দিন মাহমুদ, সদস্য শওকত হোসেন ফিরোজ, সাংস্কৃতিক সংগঠক নুরুল আমজাদ চৌধুরী, বরমা ইউনিয়নের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান মধূসুদন দত্ত, চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ডা. কাজল কান্তি বৈদ্য, সাবেক সেক্রেটারি ইঞ্জিনিয়ার ভবশঙ্কর ধর, বর্তমান সভাপতি অলক কুমার দে, সাধারণ সম্পাদক মাস্টার বিকাশ চন্দ্র দে, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজন সরকার, সাধারণ সম্পাদক প্রকাশ ঘোষ, প্রচার সম্পাদক দোলন দাশ, মৃদূল বৈদ্য, ললিত মহাজন, যুবলীগ নেতা বোরহান উদ্দিন গিফারী, মো. সায়েম, মো. ফরমান, ছাত্রলীগ নেতা নুরুল আবছার ফারাবী, আবীর হাসান শাহরুখ, ইমরান হোসেন জিসান প্রমুখ। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো আবদুল জব্বার চৌধুরী বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রয়েছে। তা অক্ষুন্ন রাখতে হবে। সরকার দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জীবন যাত্রার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে।