মুহাম্মদ আরফাত হোসেন:
চন্দনাইশ সদরস্থ চন্দনাইশ থানা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ২৯ জুন সম্পন্ন হয়েছে। ৩’শ জন ভোটারের মধ্যে ২৯৪ জন ভোটারের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে মো. সাদ্দাম হোসেন (চেয়ার) ১৮৬, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আবদুল আজিজ (মোটর সাইকেল) ১’শ, সাধারণ সম্পাদক পদে মো. ওসমান গণি (প্রজাপতি) ১৪৬, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আমির খসরু (ঘোড়া) ৭৪, সহ-সভাপতি পদে মো. জিসান (হরিণ) ১৫৮, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. পারভেজ উদ্দীন (মোরগ) ১২২, সহ-অর্থ সম্পাদক পদে সাজ্জাদ হোসেন চৌধুরী (মাছ) ১৭০, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. রাশেদ (আম) ১১৬, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. হাছান চৌধুরী (ফুটবল) ২২৮, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মিলন দাশ (ক্রিকেট ব্যাট) ৫৭ ভোট পেয়েছেন। ১১টি পদে ১৬ জন প্রার্থীর মধ্যে সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, ধর্ম বিষয়ক সম্পাদক ও প্রচার সম্পাদক পদে একক প্রার্থী হওয়ায় তারা প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছিলেন। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়।
Leave a Reply