সৈয়দ শিবলী ছাদেক কফিল:
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় চন্দনাইশ স্পোর্টিং ক্লাবের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান ও প্রীতি ফুটবল ম্যাচ ১১ অক্টোবর শুক্রবার পৌরসদরস্থ কাসেম-মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)'র প্রেসিডেন্ট, সাবেক মন্ত্রী ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। ক্লাবের সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ ক্রীড়ানুষ্ঠানে এতে উদ্বোধক ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন- বাংলাদেশ চাপ্টারের প্রেসিডেন্ট ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হাশেম রাজু। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম প্রবাসী ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি খোন্দকার এম এ হেলাল সিআইপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব অধ্যাপক ওমর ফারুক (সানি), উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আকতার আলম, পৌর এলডিপির সভাপতি এম আইনুল কবির, ব্যাংকার মোহাম্মদ মহিউদ্দিন, শিল্পোদ্যোক্তা আবু সৈয়দ, প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া, বিএনপি নেতা নেছার উদ্দীন প্রমুখ। খেলায় ধারাভাষ্যে ছিলেন মাস্টার আব্দুল মান্নান আজাদ এবং কে এম আমিনুল্লাহ আমিন।
পটিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম চন্দনাইশ স্পোর্টিং ক্লাবের মধ্যকার অনুষ্ঠিত এ খেলা নির্দিষ্ট সময়ের মধ্যে ১-১ গোলে ড্র হওয়ায় দুই দলকেই যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। পরে অতিথিরা টিম ও খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।