আজ ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

গাছবাড়িয়ায় চন্দনাইশ পৌরসভা জামায়াতের কর্মী সম্মেলন সম্পন্ন


সৈয়দ শিবলী ছাদেক কফিল:

বাংলাদেশ জামায়াতে ইসলামী- চন্দনাইশ পৌরসভা শাখার এক কর্মী সম্মেলন গাছবাড়িয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ২৭ সেপ্টেম্বর শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী।

চন্দনাইশ পৌরসভা জামায়াতের আমীর জননেতা কাজী মাওলানা কুতুব উদ্দীনের সভাপতিত্বে ও চন্দনাইশ পৌরসভার সেক্রেটারি মাওলানা নাজিম উদ্দীন এবং অফিস ও প্রচার বিভাগের দায়িত্বশীল ইঞ্জিনিয়ার মো. নুরুল কাদেরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী চন্দনাইশ উপজেলার আমীর মাওলানা আইয়ুব আলী, সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দীন, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা আরিফুর রশিদ, জামায়াত নেতা অধ্যাপক আজম খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মো. জাহাঙ্গীর আলম, মো. আব্দুল মান্নান। কুরআন তেলোয়াত করেন দক্ষিণ জেলার শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যাপক আমিরুল ইসলাম। অন্যদের উপস্থিত ছিলেন জামায়াত নেতা শফিউল আহসান, শফিকুল ইসলাম, আবদুল মান্নান, হারুনুর রশীদ, জমির আদনান, মোজাফফর আহমদ, আব্দুর রহীম, ব্যাংকার ইব্রাহীম খলিল, কামরুদ্দিন সিকদার, আতহার হোসাইন, পৌর শিবির সভাপতি হাবিবুল্লাহ ফয়সাল প্রমুখ। ইসলামী সংগীত পরিবেশন করেন মুহাম্মদ শামীম, রাকিব হোসেন ও মুশফিকুর রহমান।

প্রধান অতিথি বলেন, জামায়াতে ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমে সদা তৎপর। জামায়াতের বিপ্লবনীতি মহা নবীজির (স.) তরিকায়, কোন ব্যক্তি বিশেষের নীতিতে চলে না।

পতিত আওয়ামীলীগ সরকার বহু ষড়যন্ত্র, অত্যাচার অবিচার, জেল, জুলুম, মামলা, হামলা, ফাঁসি, নিষিদ্ধকরণসহ জামায়াতকে বিভিন্নভাবে রোধ করতে চেয়েও পারেনি, বরং তারাই ইতিহাসের নিকৃষ্ট আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর