আজ ১লা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে মোবাইল কোর্ট, সোয়া লক্ষ টাকা জরিমানা


সৈয়দ শিবলী ছাদেক কফিল:

চন্দনাইশের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। দুই প্রতিষ্ঠানকে সোয়া এক লক্ষ টাকা জরিমানা করেছে।

১৪ জুলাই (রোববার) দুপুর ১.০০টা হতে ২.০০টা পর্যন্ত একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মোবাইলকোর্ট “দি ন্যাশনাল এগ্রো ফুড প্রোডাক্টস”কে দীর্ঘদিন ধরে বিএসটিআই অনুমোদন ব্যতীত বোতলজাত পানি বিক্রি করায় বিএসটিআই আইন ২০১৮ এর ১৫(১) ধারা লঙ্ঘন করায় ২৫,০০০ টাকা জরিমানা করা হয় এবং গাছবাড়িয়াস্থ মক্কা এলপিজি অটো গ্যাস স্টেশনকে ডিজেল ও অকটেন পরিমাপে কম দেওয়ায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এর ২৯ ধারা লঙ্ঘন করায় ৪৬ ধারা অনুযায়ী ১,০০,০০০ টাকা জরিমানা করা হয়।

এ মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা। এ সময় বিএসটিআই ফিল্ড অফিসার রাজীব দাশগুপ্ত ও পরিদর্শক সজীব চৌধুরী, চন্দনাইশ থানার একটি টিম এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীগণ উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর