আজ ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের ইফতার ও দোয়া মাহফিল


মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ

চন্দনাইশ উপজেলায় চন্দনাইশ সাংবাদিক ঐক‍্য ফোরাম ও যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের যৌথ আয়োজনে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ মার্চ) বিকালে চন্দনাইশ পৌরসভার গাছবাড়ীয়া কমিউনিটি সেন্টারে মোহাম্মদ আবুল বশরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যকরী কমিটির সদস্য ও রিহ্যাব কেন্দ্রীয় কমিটির পরিচালক এবং চট্টগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সদস্য আব্দুল কৈয়ুম চৌধুরী। প্রধান আলোচক ছিলেন, চন্দনাইশ উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ সোলায়মান ফারুকী।

সাংবাদিক আমিনুল ইসলাম রুবেল ও মাষ্টার মোহাম্মদ নাজিমউদ্দিনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাছবাড়ীয়া সরকারি কলেজের সহকারী অধ‍্যাপক ড. কে.এম আতিকুর রহমান, মহিলা আওয়ামীলীগ নেত্রী সঞ্চিতা বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন, সাংবাদিক ঐক্য ফোরাম সাধারণ সম্পাদক সাংবাদিক খালেদ রায়হান। সাংবাদিক জাহাঙ্গীর আলম চৌধুরীর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অন‍্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন, দোহাজারী প্রেস ক্লাবের সভাপতি নাসিরউদ্দিন বাবলু, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আলম, সৈয়দ শিবলী সাদিক কফিল, পৌর কাউন্সিলর শিরীন আক্তার।

এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক যথাক্রমে- আব্দুর রাজ্জাক, এস.এম রহমান, আজগর আলী সেলিম, আবু তালেব আনচারী, শফিউল আজিম, এনামুল হক নাবিদ, জাহিদ হৃদয়, ফয়সাল চৌধুরী, কামরুল ইসলাম মোস্তফা, এস.এম ওমর ফারুক, জাহিদুর রহমান চৌধুরী, আনোয়ার আবীর, সাইফুল ইসলাম, মোহাম্মদ মাঈনউদ্দিন, আমিনুল ইসলাম টিপু, হাজী শহিদুল ইসলাম, জাবের বিন রহমান আরজু, এস.এ.এম মুনতাসির, তৌফিক আলম, ফ্রেন্ডস ফোরামের শামসুল আলম চৌধুরী, মাষ্টার ফরিদুল আলম, সেলিম মেম্বার প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর