বিশেষ প্রতিনিধি: চন্দনাইশ উপজলার পশ্চিম চর বরমা এলাকায় ক্ষেতের ধান খাওয়াকে কেন্দ্র করে গরুর মালিককে মারধর করার অভিযােগ পাওয়া গেছে। আহত গরুর মালিক মাওলানা মাে. মাহবুবুল আলম আল- কাদেরী বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাদিন রয়েছেন। জানা যায়, গত ২২ জুন (বৃহস্পতিবার) বিকেলে পশ্চিম চর বরমা এলাকায় গরু ধানের ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে গরুর মালিক মাওলানা মাে. মাহবুবুল আলমকে ধান ক্ষেতের মালিক মারধর করে গুরুতর আহত করে। তাকে মুমূর্ষ অবস্থায় চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর চমেক হাসপাতালে প্রেরণ করেন। প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল বলে জানা যায়।