বিশেষ প্রতিনিধিঃ
চন্দনাইশ উপজেলায় বেগম জরিমন মফজল দিলারা ছবুর চৌধুরী শিক্ষা কল্যাণ বাের্ডের বৃত্তি পরীক্ষা’২২ সম্পন্ন হয়েছে। ১৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকালে মাদ্রাসা-এ আহমদিয়া সুন্নীয়া ছৈয়দাবাদ হল রুমে ২৪ তম বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় স্কুল পর্যায়ে প্রথম শ্রেণী থেকে দশম এবং মাদ্রাসা পর্যায়ে ইবতেদায়ী থেকে দাখিল পর্যন্ত ১ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। বৃত্তি পরীক্ষা চলাকালীন পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন মাদ্রাসা-এ আহমদিয়া সুন্নীয়া ছৈয়দাবাদের সুপার মাও. আবুল কাশেম আনচারী, কেন্দ্র প্রধান মাও. নাছির উদ্দিন, কেন্দ্র সচিব মাও. আবদুল খালেক। এ সময় বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন চন্দনাইশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. মাে. সােলাইমান ফারুকী, গাছবাড়িয়া নিঃ গৌঃ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মতিন, সহকারী শিক্ষক মো. শাহজাহান আজাদ, কাজী মাে. আহসান উল্লাহ, সাংবাদিক মাে. আরফাত হােসেন, মাে. আবুল কালাম, মাও. মাে. হােসাইন, মাও. ক্বারী সােলাইমান, মো. ওয়াহিদুল আলম, ঊর্মি আকতার, রনি আকতার প্রমুখ।