নিজস্ব প্রতিবেদক: চন্দনাইশ উপজেলার বৈলতলী এলাকায় ব্যাটারী চালিত রিক্সা চুরি করার সময় এক যুবককে স্থানীয়রা আটক করে গণপিটুনী দেয়। ১৪ অক্টোবর (শনিবার) ভোর রাতে বৈলতলী বুড়ির দোকান এলাকায় ব্যাটারী চালিত রিক্সা চুরি করে নিয়ে যাওয়ার সময় রিক্সার মালিকসহ অন্যান্যরা সাতকানিয়া উপজেলার উত্তর কাঞ্চনার মৃত কবির আহমদের ছেলে আবু বক্কর (৩২)’কে আটক করে গণপিটুনী দিলে সে গুরুতর আহত হয়। তাকে মুমূর্ষ অবস্থায় বেলা ১১ টায় স্থানীয় চৌকিদার এখলাচ চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দীর্ঘক্ষণ তার জ্ঞান ফিরেনি।
অবশেষে চিকিৎসা চলাকালীন দুপুর ১টা ৪০ ঘটিকার সময় আবু বক্কর মৃত্যুবরণ করে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক ডা. মুন্নী পারভীন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত যুবকের লাশের চুরতহাল তৈরি করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। প্রতিবেদন লিখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল বলে জানিয়েছেন, এস.আই মো. ইখতিয়ার আহমেদ।