আজ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চান্দগাঁও শ্রমিক লীগের কমিটি ঘোষণা: সভাপতি জামাল উদ্দিন, সম্পাদক নেছার উল্লাহ্


  • চান্দগাঁও প্রতিনিধি

প্রধানমন্ত্রী নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের সামনে উন্নয়নের এক বিস্ময়কর রোল মডেল। নেত্রী যে অদম্য সাহস, দৃঢ় প্রত্যয়, বাংলার মানুষের প্রতি যে ভালোবাসা সেটা নিয়েই তিনি তাঁর অভীষ্ট লক্ষ্যে নিয়ে যাবেন । এরই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করার নিমিত্তে
বন্দর নগরীর চান্দগাঁও থানাধীন সি এন্ড বি রাস্তার মোড়, গ্লাস ফ্যক্টরী চত্বরে জাতীয় শ্রমিক লীগ কালুরঘাট শিল্পঅঞ্চল শাখার উদ্যেগে একটি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিকলীগ কালুরঘাট শিল্পাঞ্চলের সভাপতি এস ,এম আলী আকবর। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রবীণ নেতা ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি সফর আলী।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে যারা উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ কালুরঘাট শিল্পাঞ্চলের সহসভাপতি এস,এম আনোয়ার মির্জা, সংগঠনের সহ সভাপতি মোঃ আখতারুজ্জামান।

আলোচনা শেষে মোঃ জামাল উদ্দিনকে সভাপতি এবং মোঃ নেছার উল্লাহ্কে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম চান্দগাঁও থানা শাখার ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।

অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনা করেন জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক (কালুরঘাট শিল্পঅঞ্চল ) মোঃ শহীদুল ইসলাম দুলাল।

বক্তব্য রাখেন, মোঃ সালাউদ্দিন, মোঃ শাকের, জোহরা বেগম, বিশিষ্ট নারী নেতৃত্ব সিরাজুননূর বেগম, ইউনি লিভারের কর্মরত মোঃ শামসুদ্দিন, ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ জুয়েল আহম্মেদ, শ্রমিক কর্মচারী ইউনিয়নের সিবিএ সাধারণ সম্পাদক মোঃ আহম্মেদ নবী, ইউনি লিভারে কর্মরত বিশিষ্ট শ্রমিক নেতা জামাল উদ্দিন, সিবিএ’র নেতা দিদারুল আলম, এমরান হোসেন সুমন, আব্দুস সালাম প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর