অনলাইন ডেস্কঃ আসন্ন দুর্গাপূজার পূর্বে উত্তর চান্দগাঁও এলাকার চৌধুরী ও বণিকপাড়ার সড়ক সংস্কারের দাবি জানেয়েছেন এলাকাবাসী। সম্প্রতি এ বিষয়ে অনুষ্ঠিত একটি সভায় গণস্বাক্ষর সম্বলিত একটি আবেদন পত্র তৈরি করা হয়। পরে সেটি চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মেয়রের কাছে জমা দেয়া হয়।
সভা সূত্রে জানা গেছে, চসিক আওতাধীন চান্দগাঁওয়ের চার নম্বর ওয়ার্ডের
চৌধুরী এবং বণিকপাড়ার চারটি রাস্তা ৫০ বছরেও সংস্কার হয়নি। সড়কগুলিতে কোনো বাতি না থাকায় রাত্রিবেলা সেখানে ছিনতাইকারী ও বখাটেদের উৎপাত বেড়ে যায়। বিষয়টি নিয়ে চান্দগাঁও কুয়াইশ সার্বজনীন দুর্গাবাড়ি পরিচালনা পরিষদ জরুরি সভাটির আয়োজন করে।
আরও পড়ুন চট্টগ্রামের সড়কে নৌকা ফ্রেমের এলইডি বাতি
সাংস্কৃতিক সংগঠক অরুণ চন্দ্র বণিকের সভাপতিত্বে ও সৃজন ধরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চৌধুরীপাড়া সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদের আশীষ ঘোষ, নেপাল মহাজন এবং রন্টু ঘোষ, চান্দগাঁও কুয়াইশ সার্বজনীন দুর্গাবাড়ি পরিচালনা পরিষদের পক্ষে সাধারণ সম্পাদক বিপ্লব ধর সাগর, প্রধান সমন্বয়কারী রাজু ধর এবং সদস্য মুন্না ধর, তিলক মহাজন প্রমুখ।
উল্লেখ্য, এলাকাটি হাটহাজারী উপজেলা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন। আসন্ন দুর্গাপূজার পূর্বে রাস্তা সংস্কার ও সড়কবাতির ব্যবস্থা গ্রহণের জন্য উত্তর চান্দগাঁও বণিকপাড়া ও চৌধুরীপাড়ার প্রায় ৬০ বছর বিশিষ্ট ব্যক্তি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বরাবরে আবেদন জানাচ্ছেন (আবেদনের কপি সংযুক্ত)।