নিজস্ব প্রতিবেদক
চন্দনাইশ উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যেগে জাতীয় শোক দিবস ও জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ১৫আগস্ট ২০২২, সোমবার বিভিন্ন কর্মসূচী পালিত হয়।
কর্মসূচীর মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন, আলোচনা সভা, ব্যানার উত্তোলন, দোয়া ও বিশেষ প্রার্থনা ইত্যাদি। চন্দনাইশ উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও ইউএনও নাছরীন আক্তারের সভানেতৃত্বে এবং সম্পাদক ও উপজেলা সমাজসেবা অফিসার রাসেল চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানমালায় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) গালিব চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. রূপেন চাকমা, মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা, শিক্ষা অফিসার (প্রাথমিক) মোঃ শাখাওয়াত হোসেন, যুব উন্নয়ন অফিসার আ ন ম সালেহ উদ্দীন, সমবায় অফিসার হাবিব উল্লাহ, ইউআরসি ইন্সট্রাক্টর আকতার সানজিদা পপি, একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, এইউইও তপন কুমার পোদ্দার, জীবন কানাই সরকার, থানার সেকন্ড অফিসার খালেকুজ্জমান, আনসার অফিসার শাহজালাল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আহসান ফারুক, শিল্পকলা একাডেমির সদস্য মোহাম্মদ হাসান আহসানুল কবির (মৎস্য অফিসার), সঞ্চিতা বড়–য়া ও সৈয়দ শিবলী ছাদেক কফিল।