আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজারঃ কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন নবনির্বাচিত চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার।
সম্প্রতি উপজেলা পরিষদ মিলনায়তনে প্রবেশ করে প্রথমে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন। এসময় তার সাথে ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাহমুদুল করিম মাদু, সদর ভাইস চেয়ারম্যান রশিদ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান রোমেনা আক্তার, সদরের ৫ চেয়ারম্যান যথাক্রমে খুরুশকুলের শাহজাহান সিদ্দিকী, চৌফলদন্ডীর মুজিবুর রহমান, ঝিলংজার টিপু সুলতান, পিএমখালীর মোহাম্মদ আবদুল্লাহ ও ভারুয়াখালীর কামাল উদ্দিন।
আরও পড়ুন মহেশখালীতে লাগসই প্রযুক্তি সম্প্রসারণে সেমিনার অনুষ্ঠিত
পরে চেয়ারম্যান অফিসে চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ এ মিলিত হন বীর মুক্তিযোদ্ধা মনিরুল আলম চৌধুরী, মোহাম্মদ আলী, সিরাজুল ইসলাম, আবু তাহের চৌধুরী, সমীর পাল, গোপাল দাশ, কামাল উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবদুল মতিন আজাদ, দিল মোহাম্মদ রুস্তম, অধ্যক্ষ জসিম উদ্দিন, কবি অমিত চৌধুরী, জেলা কৃষক লীগ সহ সভাপতি আনিসুল হক চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক হারুন অর রশিদ, প্রচার সম্পাদক মোরশেদুল আলম খোকন ও সদস্য শেখ ইয়াকুব আলী ইমন প্রমুখ। এছাড়াও ইউপি সদস্যগণ, বিভিন্ন নেতৃবৃন্দ ও সুশিল সমাজ ফুলেল শুভেচ্ছা জানান।
একই দিন দুপুরে সদর উপজেলা পরিষদের ১ম মাসিক সভা চেয়ারম্যান নুরুল আবছারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার সততা ও নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালনের অঙ্গীকার করেন।
Leave a Reply