মুহাম্মদ নাছির উদ্দীন, লোহাগাড়াঃ লোহাগাড়া উপজেলা পরিষদে ভোট গ্রহণ ও ভোট গণনা শেষে ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফল অনুযায়ী, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে (২০২৪) চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এম এস মামুন এবং মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছে কলাউজান ইউপির সাবেক মহিলা মেম্বার জেসমিন আকতার।
বুধবার (৫ জুন) সকাল ৮টা বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ হয়। এদিন অপ্রত্যাশিত এবং সহিংস কোনো ঘটনা ঘটেনি।
আরও পড়ুন লোহাগাড়ায় পাল্টেছে ভোটের সমীকরণ
খোরশেদ আলম চৌধুরী (আনারস) পেয়েছেন ৩০ হাজার ৮৯৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বি সিরাজুল ইসলাম চৌধুরী (ঘোড়া) পেয়েছেন ২৯ হাজার ৭৯৩ এবং আব্দুল মাবুদ (মটর সাইকেল) পেয়েছেন ২ হাজার ৯১৪।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে এম এস মামুন (চশমা) পেয়েছেন ৪৩ হাজার ১২০ ভোট। তার প্রতিদ্বন্দ্বি মো. ফরহাদুল ইসলাম (তালা) পেয়েছেন ৭ হাজার ১৬৩ এবং মুহাম্মদ জমিল উদ্দিন (টিউবওয়েল) পেয়েছেন ১১ হাজার ৮৫৭ ভোট।
উল্লেখ্য, উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৩ হাজার ৬২৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৯ হাজার ১০৮ ও মহিলা ভোটার রয়েছেন ১ লাখ ৪ হাজার ৫১৮ জন।
Leave a Reply