অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক র্যাংকিং অনুযায়ী প্রতিবছরের ন্যায় এ বছরও চট্টগাম বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ গবেষক নির্বাচিত হলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাত হোসেন। এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একমাত্র প্রফেসর হিসেবে বিশ্বের তিনটি সবচেয়ে মর্যাদাসম্পন্ন স্কলার- শিপও তার অর্জনে রয়েছে।
ডিগ্রী সমূহ হলো যথাক্রমে ব্রিটিশ সরকারের কমনওয়েলথ স্কলারশিপ, ইউরোপিয়ান ইউনিয়নের ইরাসমুস মুন্ডুস স্কলারশিপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের ফুলব্রাইট স্কলারশিপ। প্রফেসর ড. শাহাদাত হোসেন ২০০৯ সালে প্রতিযোগিতার মাধ্যমে কমনওয়েলথ স্কলারশিপ অর্জন করেন। পরবর্তীতে ২০১১ ও ২০১৩ সালে ইরাসমাস মুন্ডস স্কলার- শিপ অর্জন করেন।