চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের (অ্যালামনাই) মিলনমেলা আগামি ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। আজ রবিবার (৮ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির জেনারেল সেক্রেটারি মাহফুজুল হক চৌধুরী এ তথ্য জানান।
বিবৃতিতে জানানো হয়, আগামি ২১ জানুয়ারি নগরীর মোটেল সৈকতে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ৬ জানুয়ারি শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন মো. রেজার সাথে সাক্ষাৎ করেছেন অ্যালামনাই নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের জয়েন সেক্রেটারি মুজতবা কামাল, সহ-সভাপতি ফরিদুল আলম, অলক দাশ গুপ্ত, ড. মো সানাউল্লাহ, হাবিবুল্লাহ খান, সাজ্জাত প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনায় ২১ জানুয়ারি অনুষ্ঠিতব্য কর্মসূচিতে সবার উপস্থিতি কামনা করা হয়। উপস্থিতি নিশ্চিত করার ক্ষেত্রে সবার সাথে যোগাযোগ করার উপর গুরুত্ব দেয়া হয়।
প্রসঙ্গত, প্রেস ক্লাবের বর্তমান সভাপতি সাংবাদিক সালাউদ্দিন মো. রেজা চবির ২১ ব্যাচের রসায়ন ডিপার্টমেন্টর শিক্ষার্থী ছিলেন। তিনি সংগঠনের তথ্য ও গবেষণা সম্পাদক ও সিইউএসএ’র ফাউন্ডার মেম্বার।