আজ ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ছাত্রলীগের সংবর্ধনা

চট্টগ্রামে সংবর্ধিত হলেন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সায়েম তালুকদার


মো. শোয়াইব,হাটহাজারী: বর্নাঢ্য আয়োজনে চট্টগ্রামে সংবর্ধিত হলেন নব নির্বাচিত কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সায়েম তালুকদার। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির কর্মসূচি ও পরিকল্পনা উপ বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় বুধবার (২৬ জুলাই) বিকালে তাকে চট্টগ্রাম রেল স্টেশন চত্বরে সংবর্ধনা দেয়া হয়। ওইসময় স্লোগানে স্লোগানে মূখরিত হয় চট্টগ্রাম রেল স্টেশন চত্বর।

সংবর্ধনা পাওয়ার পর সায়েম তালুকদার বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আফিফ ইনানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবর্ধনাস্থলে উপস্থিত ছিলেন, ৩৩ নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, চট্রগ্রাম মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য জাবেদুল আলম সুমন, চট্টগ্রাম মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু মোহাম্মদ মহিউদ্দিন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ইয়াসির আরাফাত, মহানগর ছাত্রলীগনেতা ওয়াহেদ রাসেল, মিথুন মল্লিক, হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান রাসেল। এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর,উত্তর,দক্ষিণের ছাত্রলীগ নেতৃবৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর