আজ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন


মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে দেশের শীর্ষ জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে চন্দনাইশে কেক কাটা, বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ৬ জুন) বেলা ১১টায় উপজেলা ভিডিও কনফারেন্স রুমে কেক কাটার মধ‍্য দিয়ে বর্ষপূর্তি অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

এতে চন্দনাইশ সাংবাদিক ঐক‍্য ফোরামের সভাপতি কালবেলা পত্রিকার চন্দনাইশ উপজেলা প্রতিনিধি চন্দনাইশ সাংবাদিক ঐক‍্য ফোরামের সভাপতি এমএ রাজ্জাক রাজ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক, বিশেষ অতিথি ছিলেন, চন্দনাইশ থানা অফিসার ইনচার্জের প্রতিনিধি পুলিশ উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম।

যায়যায়দিন প্রতিনিধি মোহাম্মদ কমরুদ্দিনের সঞ্চালনায় অন‍‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি যুগান্তর প্রতিনিধি আবিদুর রহমান বাবুল, চন্দনাইশ প্রেস ক্লাবের নির্বাহী সভাপতি মাষ্টার নুরুল আলম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসএম মহিউদ্দিন, ভোরের কাগজ প্রতিনিধি আবু তালেব আনচারী, বাংলাদেশ টুডে ও প্রতিদিনের সংবাদ প্রতিনিধি খালেদ রায়হান, দৈনিক বাংলা প্রতিনিধি এমএ মোবিন, মানবজমিন প্রতিনিধি মু.আমিনুল ইসলাম রুবেল, বিজনেস বাংলাদেশ প্রতিনিধি জাহাঙ্গীর আলম চৌধুরী, দৈনিক অধিকার ও চাটগাঁর সংবাদ প্রতিনিধি কামরুল ইসলাম মোস্তফা, মানবকন্ঠ প্রতিনিধি এসএম ওমর ফারুক, বর্তমান কথা প্রতিনিধি জাহিদুর রহমান চৌধুরী, সময়ের কাগজ প্রতিনিধি হেলালুদ্দিন নীরব, দৈনিক বরুমতির বিশেষ প্রতিনিধি ও যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের সভাপতি এম মাসুদ চৌধুরী, ফ্রেন্ডস ফোরামের সদস‍্য যথাক্রমে জমিরুদ্দিন সাগর, নুরুল আবছার ফারাবী, মোবারক হোসেন, মোহাম্মদ আফ্রিদি, সাগর, প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর