সৈয়দ শিবলী ছাদেক কফিল
২১ ফেব্রুয়ারি বুধবার চন্দনাইশ উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে মহান "শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা -২০২৪" পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল প্রভাতফেরী, শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, উপস্থিত আলোচনা ইত্যাদি।
উপজেলা শিল্পকলা একাডেমি ও উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসুচীসমুহে উপস্থিত উপজেলা পরিষদের চেয়ারম্যান (অস্থায়ী) এডভোকেট কামেলা খানম রূপা, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ ন ম সালেহ উদ্দিন, ইউআরসি ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি, শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য সঞ্চিতা বড়ুয়া, নির্বাহী সদস্য সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, প্রশাসনিক কর্মকর্তা মেরী চৌধুরী প্রমুখ। তাঁরা সর্বস্তরে বাংলা ভাষা চালুর উপর গুরুত্বারোপ করে বলেন, প্রজন্মকে দেশীয় সংস্কৃতি চর্চা করতে হবে। তাদের নিজস্ব বা দেশীয় সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করতে হবে।