নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের কমসূর্চি অংশ হিসেবে চান্দগাঁও থানা ছাত্রলীগের কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৪ জানুয়ারী (বুধবার) চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন রোজ গার্ডেন ক্লাবে চান্দগাঁও থানা ছাত্রলীগের সভাপতি নুরুন নবী সাহেদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহীদুল আলম শহীদ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু, সহ-সভাপতি তালেব আলী,ইয়াছিন আরাফাত কচি, নোমান চৌধুরী, যুগ্ন-সম্পাদক নাঈম রনি, সুজন বর্মন, যুগ্ন-সম্পাদক তৌহিদুল আলম বাবু, চান্দগাঁও থানা ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন, নুর মোঃ সানি,৫নং ওয়ার্ড ছাত্রলীগ এর যুগ্ম আহ্বায়ক মিনহাজ উদ্দীন জুমন, মামুনুর রশিদ মামুন, সদস্য ইসতিয়াক গনি এবং চান্দগাঁও থানা ছাত্রলীগ নেতা লুৎফে আজিম রেনেসাঁ, আবু তৈয়ব তাসনিম, আরফাত হোসেন, ফাহিম চৌধুরী, মিরাজুল আরেফিন, সাইফুদ্দিন সাইফ, জাহেদুল ইসলাম জাহেদ, আজাদ হোসেন।
প্রধান অতিথি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু বলেন, জননেত্রী শেখ হাসিনার ভিশন -২০৪১ “স্মার্ট বাংলাদেশ" গড়ার মিশনে তরুন প্রজন্মকে সাথে নিয়ে সকল অপশক্তি ও ষড়যন্ত্রকে রুখে দিতে চট্রগ্রাম মহানগর ছাত্রলীগের প্রতিটি কর্মী ঐক্যবদ্ধ ও সোচ্চার হয়ে শেখ হাসিনার পথ চলাকে মসৃণ করবে।