আজ ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন


চন্দনাইশ প্রতিনিধিঃ

ফার্মাসিস্ট এসোসিয়েশন চট্টগ্রাম (PAC) ২৫শে সেপ্টেম্বর বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এবারের মূল থিম ছিল “মিটিং গ্লোবাল হেলথ নিডস” । ইউএসটিসি ফার্মেসি বিভাগের সেমিনার রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও ইউ এস টি সি ‘র উপ- উপাচার্য প্রফেসর এম মহিউদ্দিন চৌধুরী, এবং মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্টেট ইউনিভার্সিটি বাংলাদেশের ট্রেজারার প্রফেসর ড. হাসান কাওসার; এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন PAC এর সাধারন সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী কায়সার, ল্যাবএইড ফারমাসিউটিক্যালসের জিএম এন্ড হেড অব প্ল্যান্ট অপারেশন সুখী করন, এলবিয়ন ল্যাবরেটরিস লিমিটেডের জিএম শরিফুর রহমান শামীম, জাহিদ বিন রহিম, চেয়ারম্যান অব ডিপার্টমেন্ট অব ফার্মেসি, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি; আব্দুল মোতালেব ভূঁইয়া, চেয়ারম্যান অব ডিপার্টমেন্ট অব ফার্মেসি, ইউএসটিসি।

এছাড়াও উপস্থিত ছিলেন মোয়াজ্জেম হোসাইন, সহযোগী অধ্যাপক, ডিপার্টমেন্ট অব ফার্মেসি, সিইউ; ড. অনিন্দ্য কুমার নাথ পরিচালক, আইকিউএসি, ইউএসটিসি,ড: মোহাম্মদ জিয়া উদ্দিন, সহযোগী অধ্যাপক, ডিপার্টমেন্ট অব ফার্মেসি, ইউএসটিসি; ড. মাইকেল দত্ত, উপদেষ্টা, স্টুডেন্ট ওয়েলফেয়ার এডভাইজরি কমিটি; ড. কামরুল হাসান, সহকারী অধ্যাপক, ডিপার্টমেন্ট অব ফার্মেসি, সাউদার্ন ইউনিভার্সিটি; আব্দুল্লাহ ফারুক, সহকারী অধ্যাপক, ডিপার্টমেন্ট অব ফার্মেসি, সাউদার্ন ইউনিভার্সিটি এবং ইউএসটিসি ফার্মেসি বিভাগের সকল সম্মানিত ফ্যাকালটি মেম্বাররা।

অনুষ্ঠানে অতিথিবৃন্দরা ঔষধশিল্পে ফার্মাসিস্টদের অনন্য অবদানের কথা উল্লেখ করে বলেন বাংলাদেশে ঔষধ উৎপাদনে ফার্মাসিস্টদের সরাসরি তত্ত্বাবধানের বিধান থাকায় বিশ্বমানের ঔষধ উৎপাদন নিশ্চিত করে ১৫০ টিরও বেশী দেশে রপ্তানির পাশাপাশি দেশের চাহিদার প্রায় ৯৯ ভাগ ঔষধ উৎপাদন হয়।কিন্তু ঔষধের বিপণন, বিতরন সহ হসপিটাল ফার্মেসীও কমিউনিটি ফার্মেসীতে গ্রাজুয়েটস্ ফার্মাসিস্টদের তত্বাবধানের নিশ্চয়তা না থাকায় বাংলাদেশের মানুষ স্বাস্থ্য খাতে মানসম্মত সেবা থেকে বন্চিত হচ্ছে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর