সৈয়দ শিবলী ছাদেক কফিল:
চট্রগ্রামের পটিয়ায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতার ৯২তম আত্মাহুতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। তিনির এই দেশ মাতৃকার জন্য জীবন আত্মাহুতি দিয়ে মুক্তিকামী মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে আছেন।
এ উপলক্ষ্যে পটিয়ার ধলঘাটে তার নামে প্রতিষ্ঠিত বীরকন্যা প্রীতিলতা ট্রাষ্টের উদ্যোগে ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রীতিলতা ট্রাষ্ট প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বলন, এবং ২৪ সেপ্টেম্বর সকালে প্রীতিলতার আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি পঙ্কজ চক্রবর্তী, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আজীবন সদস্য জয়নাল আবেদীন, ট্রাস্টি মোহাম্মদ আলী, পটিয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এসএমএকে জাহাঙ্গীর সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, শুভসংঘের জেলা সভাপতি এসএমএ জুয়েল, প্রীতিলতা ট্রাস্টের ট্রাস্টি কাজল নন্দী, ট্রাস্টি শিশু কাননের প্রধান শিক্ষক কৃষ্ণা চক্রবর্তী, ট্রাস্টি সঙ্গীত শিক্ষক বরুণ পালিত, আজীবন সদস্য শিক্ষক মঞ্জু রায়, শিপ্রা দে, চন্দন দাশ, রূপশ্রী চক্রবর্তী, সুলতানা রাজিয়া, সুমী দেবী, প্রিয়া দে, রূপন কান্তি দাশ প্রমুখ। এতে বক্তারা বিপ্লবের মহানায়ক মাষ্টার দা সূর্য সেন ও বীরকন্যা প্রীতিলতা সহ সকল বিপ্লবীদের বীরত্বগাঁথা পাঠ্য সূচীতে অন্তর্ভুক্ত করাসহ সকল আন্দোলনের স্মৃতি রাষ্ট্রীয় ভাবে সংরক্ষনের দাবী জানান।