আজ ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে দেশ রূপান্তর’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন


স্টাফ রিপোর্টার: দেশের অন্যতম জাতীয় “দৈনিক দেশ রূপান্তর” পত্রিকার পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামের চন্দনাইশে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৫ মার্চ মঙ্গলবার বিকেলে গাছবাড়িয়া নিত্যানন্দ-গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে “পাঁচ পূরণ” শিরোনামে চন্দনাইশ প্রতিনিধি মো. নুরুল আলমের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এসব কর্মসূচিতে ছিল চিত্রাংকন প্রতিযোগিতা, শিশু আনন্দমেলা, বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, কেক কাটা ও আস্বাদন, পুরস্কার ও উপহার সামগ্রী বিতরণ ইত্যাদি। দৈনিক দেশ রূপান্তর এর চন্দনাইশ প্রতিনিধি ও চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান (অস্থায়ী) এডভোকেট কামেলা খানম রূপা। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী, চন্দনাইশ থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা, চন্দনাইশ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু, চন্দনাইশ উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ইলিয়াছ, রহমানিয়া আহমদিয়া এ এস সুন্নিয়া দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা-সভাপতি ও পটিয়া হুলাইন ছালেহ নূর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আলহাজ্ব মো. তৈয়বুর রহমান, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল, দোহাজারী প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বাবলু, বরমা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ শিবলী ছাদেক কফিল, সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন, আমানত ছফা বদরুন্নেছা মহিলা কলেজের প্রভাষক নজরুল ইসলাম, জোয়ারা মাদরাসার প্রভাষক শহিদুল ইসলাম, সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন বড়ুয়া, ফতেনগর শরীফুন্নেছা নজির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আজিজুল ইসলাম, সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ মফিজ উদ্দিন চৌধুরী প্রমুখ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক এম. ফয়েজুর রহমান, সাংবাদিক খালেদ রায়হান, সাংবাদিক আবু তালেব আনচারী, সাংবাদিক জাহাঙ্গীর আলম চৌধুরী, সাংবাদিক এম ফয়সাল চৌধুরী, সাংবাদিক আমিন উল্লাহ টিপু, সাংবাদিক জয়নাল আবেদীন, ফটো সাংবাদিক গৌতম দাশ, সাংবাদিক এস এ এম মুনতাসির, গাছবাড়ীয়া পিপিএস মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: তারেক হোসেন, শিক্ষক যথাক্রমে মো. নুরুল আনোয়ার, জয়নাব বিনতে গফুর, লাভলী রানী শীল, সাবরিনা ইয়াছমিন চৌধুরী, লতিফা জাহান আফরোজ, ছাত্রলীগ নেতা নাঈম ভূঁইয়া, সেন্টু শীলসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ। এতে পত্রিকার লোগো সম্বলিত কেক কেটে দেশ রূপান্তরের পঞ্চম বর্ষপূর্তি উদযাপন করা হয়। পরে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে সনদ ও পুরস্কার প্রদান করা হয়। বক্তারা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দেশ রূপান্তরের এগিয়ে চলায় অভিনন্দন ও শুভেচ্ছা জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর