আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন


মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ

জাতীয় কর্মসূচীর আলোকে চন্দনাইশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে রবিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন চন্দনাইশ উপজেলা, পৌরসভা ও পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা, আনসার-ভিডিপি, ইসলামিক ফাউন্ডেশন, এনজিও সংস্থা কারিতাস সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

পরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে আনন্দ র‌্যালী শেষে উপজেলা ভিডিও কনফারেন্স রুমে চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, চন্দনাইশ উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এডভোকেট কামেলা খানম রুপা। উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপির সঞ্চালনায় বক্তব্য রাখেন চন্দনাইশ পৌরসভার মেয়র মাহবুবুল আলম খোকা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মৌলানা সোলাইমান ফারুকী, সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ওবায়দুল ইসলাম, চন্দনাইশ প্রেসক্লাব সভাপতি এডভোকেট দেলোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান এডভোকেট খোরশেদ বিন ইসহাক, সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া প্রমূখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, একই প্রতিপাদ্যে দিবসটি উপলক্ষে দোহাজারী পৌরসভার আয়োজনে পৌর কম্পাউন্ডে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর মেয়র আলহাজ মোহাম্মদ লোকমান হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পৌরসভার কাউন্সিলরগণ ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর