আদালত প্রতিবেদক:
জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কনিষ্ঠ পুত্র, ১৫ আগস্ট কালো রাত্রীতে ঘাতকের বুলেটের নির্মম আঘাতে নিহত শহিদ শেখ রাসেলের ৫৯ তম জন্মবার্ষিকী আজ আদালত পাড়ায় উদযাপন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন বার কাউন্সিলে সাবেক সদস্য, সাবেক জেলা আইনজীবী সমিতির সাধারণত সম্পাদক ও সভাপতি এডভোকেট ইব্রাহিম হোসেন বাবুল, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বারে বারে নির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট এ.এইচ.এম জিয়া উদ্দিন, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট অশোক কুমার দাশ, চট্টগ্রাম মহানগর দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট আব্দুর রশীদ, সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা ও বিশেষ পাবলিক প্রসিকিউটর এডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী, এডভোকেট চন্দন তালুকদার দাদা সহ প্রমুখ।