আজ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

সিইসির হুঁশিয়ারি: ‘একটি ভোটও কারচুপি হলে ওই কেন্দ্র বন্ধ’


অনলাইন ডেস্কঃ যদি একটি ভোটও কারচুপি হয়, তাহলে ওই সেন্টারটি আমি বন্ধ করে দেব বলে হুঁশিয়ারি দিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আরো বলেন, ‘সিস্টেমের ওপর আস্থা রাখতে হবে। ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে।’

তিনি বলেন, ‘সিস্টেমের ওপর আস্থা রাখতে হবে। ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে। আপনারা কেউ যদি কোনো রকম ব্যত্যয় সৃষ্টি করেন, আপনাকে হয়তো দেখতে পারব না, কিন্তু সেন্টারে যদি একটি ভোটও কারচুপি হয়, খবর আসে তাহলে ওই সেন্টারটি আমি বন্ধ করে দেব।’

আরও পড়ুন সিইসির সাথে মতবিনিময়ে যেসব কথা জানালো ইইউ রাষ্ট্রদূত

আজ শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় বরিশালে রির্টানিং কর্মকতার সম্মেলন কক্ষে জেলার ৬টি সংসদীয় আসনের ৩৫ প্রতিদ্বন্দ্বী প্রার্থী, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন সিইসি।

তিনি বলেন, ‘যদি সকাল ৮টা, ৯টাতেও (কারচুপি) হয় তাহলেও আমরা ওই সেন্টার বন্ধ করে দেব, কেননা ফলাফল একটার জন্যও প্রভাবিত হতে পারে।’

হাবিবুল আউয়াল বলেন, ‘নির্বাচনে অনিয়ম করতেই হবে, তা না হলে শক্তি প্রদর্শন হবে না- এটা আমরা বিশ্বাস করি না, আপনারাও নিশ্চয় এটা করেন না। শুধু প্রচারণা দিয়ে নির্বাচন হবে না। মূল নির্বাচন হবে পোলিংয়ের মাধ্যমে। ৭ তারিখের যে নির্বাচন সেটি নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যা কেন্দ্রে কেন্দ্রে ডিক্লারেশনের মাধ্যমে আপনারা ঘরে বসেই জেনে যাবেন।’

তথ্যসূত্র: বণিক বার্তা


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর