অনলাইন ডেস্কঃ গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার অর্থমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর মতো করে বক্তব্য দিচ্ছেন। তিনি শপথ ভঙ্গ করেছেন, জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং ঘোষিত নির্বাচনি তফসিল বাতিলের দাবিতে দেশব্যাপী ২৪ ঘণ্টার সর্বাত্মক অবরোধ সফল করতে বুধবার (২৯ নভেম্বর) রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি। রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকের সামনে থেকে শুরু করে পুরানা পল্টন মোড় হয়ে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত এই বিক্ষোভ মিছিল করে তারা। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে দল দুটি।
সমাবেশে গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ‘আপনারা দেখেছেন প্রধান নির্বাচন কমিশনার অর্থমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর মতো করে বক্তব্য দিচ্ছেন। হাবিবুল আউয়াল, আপনি শপথ ভঙ্গ করেছেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এখন জনগণকে আতঙ্কিত করছেন, ভয় দেখাচ্ছেন, আপনি শপথ ভঙ্গ করায় আমরা আপনার পদত্যাগ দাবি করছি।’
আরও পড়ুন দ্বাদশ নির্বাচনের আগে সংলাপ চান ড. কামাল
প্রসঙ্গত, গত ২৭ নভেম্বর নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির সদস্যদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘আমাদের নির্বাচনে কিন্তু বাহির থেকেও থাবা, হাত এসে পড়েছে। তারা থাবা বিস্তার করে রেখেছে। দেশের অর্থনীতি, ভবিষ্যৎসহ অনেক কিছু রক্ষা করতে হলে আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হবে।’
তার ওই বক্তব্যের প্রেক্ষিতে সুব্রত চৌধুরী বলেন, ‘বাংলাদেশ থেকে গণতন্ত্র ও ভোটাধিকার নির্বাসনে পাঠিয়েছে কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকার। আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থা ও গণতন্ত্র হত্যাকারী হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছে।’
সরকারের পদত্যাগ দাবি করে গণফোরামের সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনা সরকার নির্বাচনের নামে এমন এক খেলার আয়োজন করেছে, যেখানে তারাই রেফারি তারাই খেলোয়াড়, কোনও প্রতিপক্ষ নেই। সুতরাং, এখানে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের কোনও সুযোগ নেই।’
সমাবেশে আরও বক্তব্য রাখেন—বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানী, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন
Leave a Reply